শনিবার মধ্যশিক্ষা পর্ষদে ঘটে গেলো নীরব পদত্যাগের ঘটনা । মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি দিব্যেন্দু মুখোপ্যাধ্যায় ইস্তফা দিলেন। কিন্তু কেন এই সিধান্ত দিব্যেন্দুর , তা নিয়ে জল্পনা শেষ নেই রাজনৈতিক মহলে।
কিছুদিন আগেই তাঁকে শিক্ষারত্ন সম্মানে ভুষিত করা হয় , রীতিমতো ঘটা করেই তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ।
কিন্তু হঠাৎ কি এমন হল , চটজলদি পদ থেকে ইস্তফা দিলেন তিনি। করোনাকালে রাজ্য নির্বাচনের দামামা বেজে গিয়েছে , আর এই সময় তাঁর এই ইস্তফা রাজ্যরাজনীতিতে জল্পনার পারদ অনেকগুন বাড়িয়ে দিয়েছে।
স্কুল শিক্ষা দপ্তর তাঁর এই ইস্তফা গ্রহন করে তাঁকে ঔ পদ ও কমিটি থেকে মুক্ত করে দিয়েছে।
দিব্যেন্দুবাবু তৃনমূল আমলে দীর্ঘদিন ঐ পদে আসীন ছিলেন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃনমূল শিক্ষক সমিতির সভাপতি হিসেবে তিনি অ্যাডহক কমিটির দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। এইবার শিক্ষক দিবসে অর্থাৎ ৫ ই সেপ্টম্বর তাঁকে শিক্ষারত্ন দেয় শিক্ষাদপ্তর। তিনি তা গ্রহন করেও পরে ফিরিয়ে দেন, তাঁর যুক্তি ছিল তিনি যেহেতু শাসক দলের শিক্ষক নেতা , তাই এ পুরস্কার গ্রহন করলে তিনি সমালোচিত হতে পারেন।
সেদিনের ঐ পুরস্কার ফেরতের সাথে ইস্তফার কোনো যোগসুত্র আছে নাকি , তা নিয়ে দারুন চর্চা চলছে । সামনেই ২০২১ সালে বিধানসভা নির্বাচন , তার আগেই কেন দিব্যেন্দু মুখোপাধ্যায় ইস্তফা দিলেন তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।