2021 এর বিধানসভা ভোটের আগে ঘর শত্রু বিভীষণ দের খুঁজে বের করতে তৎপর হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। গঠন করা হলো নতুন কমিটি যার দায়িত্বে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে এক সাধারন সম্পাদক অভিযোগ করেন দলের কিছু লোকের পাচার করা খবরের ভিত্তিতে মিডিয়ার একটা অংশ ক্রমাগত দলকে হেয় করছে। পূর্বের সতর্কতায় কাজ না হওয়ায় এবার আলাদা করে কমিটি গঠন করা হয়।এই কমিটির মাধ্যমে রাজ্য বিজেপি দলের মধ্যকার মীরজাফরদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায়। দিল্লির বৈঠকে দিলীপ ঘোষের ইস্তফা এবং দিলীপ মুকুল বিবাদের মতো দলের গোপন বিষয় ক্রমাগত বাইরে বেরিয়ে আসতে থাকাকে নিয়ে রাজ্য বিজেপি আগে থেকেই উদ্বিগ্ন ছিল। দলের ভিতরকার গোপন খবর ফাঁস হওয়া আটকাতে তড়িঘড়ি এই কমিটি। 2021 এ ভোটে জিতে ক্ষমতায় আসার স্বপ্নদেখা বিজেপির কাছে একের পর এক গুরুত্বপূর্ণ গোপন বৈঠকের খবর বাইরে আসা এখন প্রধান মাথা ব্যথার কারণ। এক বিজেপি নেতার কথায়, “ঘর শত্রু বিভীষণ কে দিয়ে লঙ্কায় রাবণ রাজের অবসান করেছিলেন রাম। সে কারণেই অতিরিক্ত সতর্কহতে হচ্ছে।” তবে প্রশ্ন থেকেই যায় এই স্মার্টফোনের জমানায় বিভীষণদের খুঁজে বের করা সত্যিই কি সম্ভব?
প্রতিবেদনে-অমিত