২০০৯ এ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডের মূল পান্ডা ছত্রধর কে আজ তদন্তে অসহযোগিতার অভিযোগে নিজের গ্রাম লালগড় থেকেই ৪০ জনের একটি বৃহৎ টিম নিয়ে গ্রেফতার করলো NIA । এই নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। এগারোটা বছর জেল খেটে গতকাল জঙ্গল মহলে আমলিয়ার বুথ থেকে ভোট দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর। ফেলেছিলেন স্বস্তির নিশ্বাস। ১৬ ই মার্চ, ১৮ ই মার্চ এবং ২২ এ মার্চ তদন্তের জন্য গোয়েন্দা সংস্থা NIA র দপ্তরে যাবার কথা ছিলো তার। জঙ্গলমহলে সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় তাকে জেরা করার কথা ছিলো NIA র। কিন্তু সেখানে হাজিরা দেন নি ছত্রধর মাহাত। তাই আজ সকাল সকাল তার বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিলো NIA।
প্রতিবেদনে-অনির্বান