তৃতীয় বর্ষের সকল পরীক্ষার রুটিন প্রকাশ করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। যেখানে দেখা যাচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে অক্টোবরের ১ তারিখে এবং শেষ হচ্ছে ১৪ ই অক্টোবর। এর মধ্যে ৮ তারিখের মধ্যেই সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং তার পরে প্রজেক্ট এর কাজ পর্যালোচনা হবে ১৪ তারিখ পর্যন্ত। পরীক্ষার নির্দেশিকায় বলে দেওয়া রয়েছে অনলাইন পরীক্ষার নিয়মকানুন। বলা আছে, প্রত্যেক পরীক্ষার আলাদা আলাদা বিভাগ আলাদা আলাদা কাগজে লিখতে হবে এবং প্রতি পৃষ্ঠাতেই নিজেদের রোল নম্বর লেখা বাধ্যতামূলক। তবে পরীক্ষার সময়সীমা ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন রাখা হয়েছে। এই করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়া নিয়েও যেমন বিতর্ক আছে, তেমনি এই ধরনের সময়সীমা নিয়েও কিছু মহলে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। বলা হচ্ছে, এই ধরনের সময়সীমা দেওয়া আর পরীক্ষা না নেওয়া একই ব্যাপার। যাই হোক, ছাত্রছাত্রীরা যে কাগজে লিখবেন সেই কাগজগুলো পিডিএফ ফর্মে জমা দিতে বলা হয়েছে। এখন এই অনলাইনে পরীক্ষা নেওয়া কতটা ফলপ্রসূ হয় তা পরীক্ষা হওয়ার পরই জানা সম্ভব। ছাত্রছাত্রীরা আরো জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনলাইন পেজে সার্চ করুন। ওখানে নিয়মকানুনের খুঁটিনাটি এবং পরীক্ষার রুটিন বিস্তারিত ভাবে দেখতে পাবেন।
প্রতিবেদনে-অনির্বান