বলিউডের ” দিলীপ ঘোষ ” কঙ্গনা রানাউত এর সাথে শিবসেনার গজ- কচ্ছপের যুদ্ধে সরগরম ছিল মুম্বাই তথা গোটা দেশ । আজ মুম্বাই এর পালি হিলসের মণিকর্ণিকা ফিল্মসের অফিস এর একটা অংশ গুঁড়িয়ে দিলো BMC ।
কঙ্গনার ৯ তারিখে মুম্বাই ফেরার চ্যালেঞ্জ শিবসেনা এক্সসেপ্ট যে কি ভেবে করে ছিলেন সেটা আজ কিছুক্ষন আগেই সামনে আসলো । কঙ্গনা তার ” দ্বিতীয় পিতা”র মতো স্বরাষ্ট্র মন্ত্রীর মদতে ও সাহায্যে “ওয়াই প্লাস ” ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে শিব সেনাকে চ্যালেঞ্জতো ছুঁড়ে দিয়েই ছিল।
মুম্বাই কে পাক অধিকৃত কাশ্মীর বলে মারাঠা জাতির গায়ে কলঙ্ক লাগিয়ে তিনি এগারো জন সিকিউরিটির মধ্যে থেকে হুংকার ছেড়ে ছিলেন। অপেক্ষা ছিল শিবসেনার প্রত্যুত্তরের। কিন্তু উদ্ভব ঠাকরের দল যে এভাবে হাতে না মেরে ভাতে মারবে তা বোঝা যায়নি।
বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বাই এর পালি হিলসে কঙ্গনার অফিস ভাঙার নোটিস পাস্ করে বৃহম্মুম্বাই পুরসভা। সেখানে বলা হয়েছিল অফিস তাদের নিয়ম না মেনেই বানানো হয়েছে।
অফিসের ফাস্ট ফ্লোর বেআইনি ভাবে তৈরি।
অফিসের নকশায় টয়লেট হিসেবে চিহ্নিত করা জায়গাটা অন্য কাজে ব্যবহার করেছে ওরা । গতকাল পুরসভা থেকে বাড়ি বেআইনির নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু ভাঙার নোটিস আসেনি তখনো। নোটিস পেয়ে, বুলডোজার আনা হয়নি বলে কটাক্ষ করে ছিল কঙ্গনা টুইটারে। আজ বুলডোজার পাঠিয়ে ভেঙে দেওয়া হয় অফিসের একাংশ । ভাঙা চলছে এক তলা !
কঙ্গনা বিরুদ্ধ সুর চড়িয়ে বলেন তার অফিস আইন মেনেই তৈরি করা । বি এম সি তার বিরুদ্ধে ক্যাভিয়েট ফাইল করেছে। ওরা তার বাড়ি ভাঙতে চায়, কিন্তু বাড়ি ভাঙলেও তার মনোবল ভাঙতে পারবেনা!
অথচ সকলের কাছেই এটা পরিষ্কার, কঙ্গনার আঁতে ঘা লেগেছে মোক্ষম জায়গা তেই। এই মণিকর্ণিকা ফিল্মস থেকেই রামমন্দির এর ঘটনা নিয়ে হওয়া “অযোধ্যা” সিনেমার কথা ঘোষণা হয়ে ছিল । এবারে বস্তুতঃ মণিকর্ণিকা ফিল্মস অফিসটাই গুঁড়িয়ে দিয়ে সেই প্রচারের মুখে জুতো মারলো শিবসেনা !
প্রতিবেদনে-শশাঙ্ক