ক্ষমতায় এলে বীরভুম তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে বিকাশ দুবের মতোই এনকাউন্টারের হুমকি দিলেন বিজেপি রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে কালনা থানা জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন , “অনেক সহ্য করেছি , এবার স্বপন দেবনাথ হোক বা অনুব্রত মন্ডল , সবাই বিকাশ দুবে হয়ে যাবে।”
কালনা বিধানসভার অন্তর্গত পাথরঘাটা গ্রামের বাসিন্দা রবীন পালের নৃসংশ হত্যা ও কদম্বা গ্রামের বিজেপি কর্মীদের মিথ্যে মামলার ফাঁসানোর অভিযোগের প্রতিবাদ জানাতে মঙ্গলবার কালনা থানা ঘেরাও করে বিজেপি। সেখানেই উপস্থিত রাজু বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি বলেন ,’ পুলিশ সঠিক দোষীকে গ্রেফতার করতে পারছে না , সাহস নেই। আমরা চারদিন সময় দিয়েছি , যদি সঠিক দোষী গ্রেফতার না হয় , তাহলে কালনা থানায় এরপর কিছু হলে আমাদের কেউ কিছু বলবেন না। আমরা জানি না কালনা থানায় এরপর কী হবে।’
তিনি বিজেপি কর্মী বলে তার উপর পরিকল্পনামাফিক হামলা হয়েছে বলে দাবি।
এর আগে রাজু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , ‘ আজ যারা তৃনমূলের হয়ে গুন্ডাগিরি করছেন , তাদের একটাই কথা বলবো উত্তরপ্রদেশের বিকাশ দুবের কথা জানেন। পরবর্তীকালে বিকাশ দুবের মতো ঘটনা হলে আমাদের দোষ দেবেন না। শুধরে যান, নাহলে শুধরে দেবো।
উল্লেখ্য , ৫ই সেপ্টম্বর রাস্তায় ১০০ দিন প্রকল্পের কাজ চলাকালীন গাছের ডাল কাটায় বাধা দেওয়া ঘিরে এক শ্রমিককে হাঁসুয়া দিয়ে কোপ মারেন স্থানীয় এক শ্রমিক। এরপর শ্রমিকদের গনপ্রহারে মৃত্যু হয় রবীন পাল নামে ঐ ব্যাক্তির ।
বিজেপির অভিযোগ , তৃনমূল সমর্থকরাই খুন করে
প্রতিবেদনে-তানভি সুলতানা