সাংবাদিক বৈঠক বা প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যায়। এবার সেটাকেই একটা সার্বিক আন্দোলনের রূপ দিতে কর্মসূচি নেওয়ার কথা ভাবছে বঙ্গ বিজেপি। “বেঙ্গল এগেইনস্ট করাপশন “নামে নতুন কর্মসূচি শুরু করছে বিজেপি এমনই কথা জানালো বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন তৃণমূল জল, মাটি, বালি, শিক্ষা ,স্বাস্থ্য এমন কিছুই বাদ রাখেনি দুর্নীতি করতে। এই কর্মসূচির বিস্তারিত হিসেবে জানা যায় বিজেপি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার জেলায় জেলায় পৌঁছে দেবে এবং সাধারণ মানুষকে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সেখানে অভিযোগ জানানোর জন্য আবেদন করবে। যত দ্রুত সম্ভব বিজেপি কর্মীরা ওই অভিযোগকারীর পাশে গিয়ে দাঁড়াবেন। সাধারণত বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে কাটমানি, বালি ও কয়লা খাদান এর অবৈধ লেনদেন নিয়ে সরব হতে দেখা গেছে। কিন্তু আম্ফান এর পর থেকে রেশনের চাল চুরি এবং ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি বারবার গরম হয়ে উঠেছে। যদিও আমফানের ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন যে তাড়াতাড়ি করতে গিয়ে কোথাও কোথাও একটু ভুল হয়েছে। বিজেপির এই কর্মসূচি সম্পর্কে তৃণমূলের এক মুখপাত্র জানান যারা ব্যাপমের মত দুর্নীতি করে, পিএম কেয়ার ফান্ডের হিসাব দিতে ভয় পায় তাদের মুখে দুর্নীতি নিয়ে কথা বলা বড্ড হাস্যকর।
প্রতিবেদনে-অমিত