বিধানসভা ভোটের আগেই বাংলায় জোর টক্কর দিতে চায় বিজেপি আই টি শেল্ তৃণমূলের বিরুদ্ধে।
সেই কারণেই বিজেপি আই টি সেলের প্রধানকে এবার বাংলার কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক করা হলো অমিত মালব্যকে।
তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সাথে টক্কর দিতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। আজকে নির্বাচনের প্রচারের পিছনে এখন আই টি সেলের কি ভূমিকা সেটাতো সকলেই জানেন। ভার্চুয়াল ওয়ার্ল্ডে মানুষ কে আই ওয়াস এর মাধ্যমে বিভিন্ন দলের রাজনীতির প্রতি আচ্ছন্ন করে রাখতে আই টি সেলের অবদান অনস্বীকার্য। তার ওপর কোভিড পরিস্থিতিতে ফেসবুক হোয়াটস্যাপ যখন একমাত্র নিরাপদ প্রচার মাধ্যম।
এই ভার্চুয়াল যুদ্ধে ভারতের অনেক বড়ো নাম বিজেপি আই টি শেল্। সেই বিজেপি আই টি শেল্ প্রধান অমিত মালব্যকেই এবার বাংলার কেন্দ্রীয় সহ পর্যটক করলো বিজেপি।
অনেক দিন থেকেই বিজেপিই আই টি সেলের মার্কেটের অধিপতি হয়ে ছিলো, কিছুদিন হলো তৃণমূলের আই টি শেল্ টক্কর দিচ্ছে বিজেপিকে প্রশান্ত কিশোরের নেতৃত্বে।
এর আগে বিহার ভোটে যথেষ্টই কাজ করে ছিলেন অমিত মালব্য।
বাংলার রাজনীতির পরিস্থিতি নিয়ে যথেষ্টই ওয়াকিবহাল অমিত মালব্য এটা পরিষ্কার হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে টুইটারে নানান ভাবে আক্রমণ শানানোর দৃষ্টান্ত পাওয়া গিয়েছে বিজেপি কর্মী মৃত্যু নিয়ে। অমিত মালব্যের নেতৃত্বে বিজেপি আই টি শেল্ এবং প্রশান্ত কিশোরের তৃণমূল আই টি সেলের লড়াই কোন জায়গায় পৌঁছায় সেটা সময়ই বলবে।
প্রতিবেদনে-শশাঙ্ক