চাকরি দেবার নামে আর্থিক প্রতারণা এবং একি সাথে বহু মহিলার সাথে বিবাহ বহির্ভূত অবৈধ যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ করলেন এবার খোদ কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর স্ত্রী। এবারে কালিয়াগঞ্জ কেন্দ্রের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতারা নাম নিয়েছেন সম্পূর্ণ অপরিচিত এক বিজেপি নেতার যার নাম সৌমেন রায়। এই নিয়ে দেখা গিয়েছে কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ। এমনকি খোদ জেলা সভাপতি সেদিন মিডিয়ার সামনে জানান সৌমেন রায় কে তারা জানতেনই না প্রার্থী ঘোষনার আগে। অন্যদিকে তার স্ত্রী গতকাল ফেসবুক লাইভে এসে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বহু মানুষকে আর্থিক প্রতারণা করার কথা প্রকাশ্যে আনেন। এরপরেই সৌমেন রায়ের বিরুদ্ধে বিজেপি কর্মীদের ক্ষোভের আগুন দ্বিগুন উস্কে যায়। এই ঘটনায় ব্যাপক চাপে পড়ে গিয়েছে রাজ্য বিজেপি।
প্রতিবেদনে-অনির্বান