স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার ভারতীয় সিনেমাকে আইসিসিআরএর সাংস্কৃতিক প্রোগ্রাম এর মধ্যে সম্মিলিত করা হলো। আই সি সি আর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রেলেশনস(ICCR) স্থাপিত হয় ১৯৫০ সালে । মৌলানা আবুল কালাম আজাদ যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী , এটি প্রতিষ্ঠা করেন। এই সংস্থার মূল লক্ষ্য হলো ভারতের অভ্যন্তরীণ এবং বহির্ভূত বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটানো এবং ঐতিহ্যের আদান-প্রদান ও বিকাশ ঘটানো।
ভারতীয় সিনেমা পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী এবার থেকে আইসিসিআর এর সিনেমা শাখার প্রতিনিধিত্ব করবেন। গতকাল আইসিসিআর এর মুখ্য সচিব ডক্টর বিনয় সহস্রবুদ্ধে তাকে এই পদে অনুমোদন করেন।
বিবেক রঞ্জন নিজে কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের একজন সক্রিয় সদস্য। গতকাল আইসিসিআর এর নতুন সাংস্কৃতিক প্রতিনিধি হিসাবে যোগদান করে বিবেক বলেন , ” আইসিসিআর এর থেকে এরকম সম্মান পেয়ে আমি সত্যিই আপ্লুত । আইসিসিআর এর মূল কাজ ভারতের সংস্কৃতিকে ভারতের বাইরের পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া ,আর সেখানে সিনেমাকে সুযোগ দেওয়া ও সিনেমা জগতের প্রথম মানুষ হিসেবে আমি প্রতিনিধিত্বের সুযোগ পেয়ে সত্যি গর্বিত। আমি চেষ্টা করব এই পদক সম্মান দিয়েে সঠিকভাবে নিজের কর্তব্য পালন করে যাওয়ার”
বিশ্বস্ত সূত্রে খবর বিবেক রঞ্জন অগ্নিহোত্রী নিজের পরবর্তী সিনেমা ‘দ্য লাস্ট শো’ এর শুটিং ইতোমধ্যে শুরু করেছেন। অভিনেতা অনুপম খের ও সতীশ কৌশিক কে এই সিনেমার জন্য রাজি করানো হয়েছে এবং সিনেমার শুটিং সেপ্টেম্বরের শেষ দিক থেকেই শুরু হয়ে যাবে এমনটাই জানা গেছে।
তাঁর থেকে সুশান্ত সিং এর ব্যাপারে জানতে গেলে তিনি টুইট করে জানান যে তিনি তার ‘হেট স্টোরি’ সিনেমার জন্য সুশান্ত সিং কে কন্টাক্ট করতে চেয়ে ছিলেন, কিন্তু বালাজি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তার কন্টাক্ট হয়ে থাকায় বালাজি তাকে ছাড়েনি।’ নায়কের বিয়োগে দুঃখ প্রকাশ ও করছেন অগ্নিহোত্রী।
প্রতিবেদনে- সোহেল সারওয়ার