বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে ক্ষোভ জমা হয়েছে একাধিক তৃণমূল নেতা নেত্রী দের মধ্যে। এই নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য তৃণমূল।ভাঙ্গরে আরাবুল ইসলামকে প্রার্থী না করার প্রতিবাদে আরাবুল পন্থীদের তান্ডবে উত্তপ্ত ভাঙড়! খবর পাওয়া যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরেরও! প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার এক ঘন্টার মধ্যেই দলের বিরুদ্ধে বলা শুরু করলেন আরাবুল। প্রকাশ্যে তার সমর্থকদের ক্ষোভ প্রকাশ চলছে ভাঙ্গরে। আগামী দিনে এই ক্ষোভ প্রকাশ সন্ত্রাসের আকারও নিতে পারে বলে মনে করা হচ্ছে।
দেখা যাচ্ছে প্রার্থী তালিকায় নাম রয়েছে কালকে তৃণমূলে যোগ দেওয়া গায়িকা অদিতি মুন্সীরও। একি সাথে সদ্য দলে আসা তারকাদের নামও রয়েছে। কিন্তু এই তালিকা হতাশ করেছে বাদ পড়া বহুদিনের নেতা নেত্রীদের।
আরাবুলের মতো ভেঙে পড়েছেন রত্না ঘোষও!
ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম তালিকা প্রকাশের পর ফেসবুক পোস্ট করে জানান “দলের আর তাকে প্রয়োজন নেই”। এরপরেই তার সমর্থক দের বিক্ষোভ শুরু হয় ভাঙ্গরে। এই নিয়ে এখনো নীরব তৃণমূল নেতৃত্ব। আগামী দিনে আরাবুল ইসলাম রাজনীতিতে কি পদক্ষেপ গ্রহণ করবেন তা নিয়ে রয়েছে সংশয়। সত্যিই কি তৃণমূল ছাড়বেন আরাবুল? সেই উত্তর দেবে সময়।
প্রতিবেদনে-অনির্বান