”আমার করোনা হলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব”। এমন মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। আর রিপোর্টে করোনা পজিটিভ। অনুপম হাজরা নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন তার করোনা আক্রান্তের কথা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনুপম হাজরার নামে এফআইআর হয়েছে ইতিমধ্যেই। অনুপম অবশ্য পাল্টা হুমকি দিয়ে রেখেছিলেন ফেসবুকেই, কয়েক মাস যাক, এফআইআরের মাশুল সুদে আসলে দিতে হবে মুখ্যমন্ত্রীকে।
গত রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। আয়োজন করা হয়েছিল বিশাল এক বাইক মিছিলের। সেখানে অনুপম ছিলেন প্রথম সারিতে। সেই কর্মসূচিতে যোগ দিয়েই সাংবাদিকদের সামনে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে থাকেন অনুপম হাজরা। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস করোনার থেকেও ক্ষতিকর ভাইরাস। আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন বিজেপির কর্মীরা। তার পরেই তিনি বলেন, তাঁর করোনা হলে তিনি জড়িয়ে ধরবেন মুখ্যমন্ত্রীকে।
অনুপম হাজরা সেদিন আরও দাবি করেছিলেন, রাতের অন্ধকারে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে করোনা আক্রান্তের মৃতদেহ। এমনকি ছেলের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না বাবাকে। তিনি দাবি করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাধারণ মানুষকে কাঁদতে হচ্ছে। আর এসব কিছুর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন ২০২১- এর নির্বাচনের শেষে। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই জ্বরে আক্রান্ত হন অনুপম। টেস্টের পর এখন তাঁর রিপোর্ট করোনা পজিটিভ।