বিহারের বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজ্য রাজনীতিতে। প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনের আগে প্রচারের জন্য পৌঁছে যাচ্ছেন জনতার দরবারে। নেতা, সাধারণ সমর্থক, বিধায়ক প্রত্যেকেই দলের প্রচারের জন্য আত্মনিয়োগ করেছেন। প্রত্যেকটি দলের অন্দরেই আলোচনা চলছে কোন জায়গায়, কিভাবে প্রচারের প্রস্তুতি নেওয়া হবে।
তবে সম্প্রতি রাষ্ট্রীয় জনতা দল ইউনাইটেডের এক বিধায়ক প্রচারে বেরিয়ে বিড়ম্বনায় পড়লেন। জনতার কাছে ভোট চাইতে গিয়ে ক্ষুব্ধ জনতার রোশের মুখ থেকে বাঁচলেন তিনি। আমজনতার তরফে অভিযোগ করা হয়েছে গত পাঁচ বছরে সংশ্লিষ্ট এলাকায় কোন উন্নয়নের কাজ করেননি তিনি। বহুদিন ধরেই বিধায়ককে ঘেরাও করার পরিকল্পনায় ছিলেন অঞ্চলের বাসিন্দারা।
ঘটনার দিন জেডিইউ-এর বিধায়ক উমেশ কুশোয়া প্রচারকার্যে বেরোতেই জনতার ক্ষোভের মুখে পড়েন। তারপরই তার কাছে গত পাঁচ বছরের উন্নয়নের হিসেব চান সাধারণ মানুষ। বিধায়কের সঙ্গে থাকা সমর্থকদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে তারা একটি ভোটও দেবেন না জেডিইউ-এর কোনো নেতাকে। কারণ গত পাঁচ বছরে কোন উন্নয়নের মুখ দেখেনি তাদের অঞ্চল। উত্তপ্ত জনতাকে সাময়িক প্রতিশ্রুতি দিয়ে পুলিশ ও দেহরক্ষীর তত্ত্বাবধানে এলাকা ছাড়েন বিধায়ক। ঘটনাটি ঘটেছে বিহার বৈশালি জেলায়।
এই ঘটনার পাশাপাশি বিহারের হাজিপুরও একই ঘটনার সাক্ষী থাকলো। ওই এলাকায় বহুদিন ধরেই রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন সাধারণ জনগণ। কিন্তু বিধায়কের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় বাসিন্দারা এলাকার বিধায়ক নাগালে পেয়ে ঘেরাও করেন। বিধায়কের সঙ্গে থাকা সমর্থকদের মারধর করা হয় স্থানীয় বাসিন্দাদের তরফে। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে পুলিশি প্রহরায় রাখা হয়েছে সমস্ত এলাকা।
প্রতিবেদনে: তিথি দাস