আবার আত্মহত্যা জনপ্রিয় অভিনেত্রীর। এবার ঘটনায় গ্রেফতার নামী প্রযোজক। বুধবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ আত্মহত্যায় প্ররোচনা এবং একই অভিযোগে সাইকৃষ্ণ রেড্ডি এবং দেবরাজ রেড্ডি নামে আরও দু’জনকে সোমবার গ্রেফতার করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। একাধিক হিট এবং ব্লকবাস্টার সুপারহিট সিনেমা প্রযোজনা করেছেন ধৃত প্রযোজক অশোক রেড্ডি।
৮ সেপ্টেম্বর, মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করেন জনপ্রিয় তেলুগু ছবির অভিনেত্রী শ্রবাণী। মধুরানগরে নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন অভিনেত্রী। মধুরানগরের H56 ব্লকে একটি বহুতলের থার্ড ফ্লোরে তিনি থাকতেন। সেখানেই বাথরুম থেকে উদ্ধার হয় শ্রাবনীর দেহ।
অভিনেত্রীর মৃত্যুর পর দেবরাজ রেড্ডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। এস আর নগর থানায় অভিযোগ দায়ের হয় দেবরাজের বিরুদ্ধে। অভিযোগ বেশ কয়েক মাস ধরে শ্রবাণীকে জ্বালাতন করছিলেন এই টিকটক স্টার। জানা গিয়েছে, শ্রবাণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাইকৃষ্ণ রেড্ডির। পরে সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি অশোক রেড্ডির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল সেই সম্পর্কে চিড় ধরেছে। বর্তমানে দেবরাজের সঙ্গে ডেট করছিলেন তিনি। সূত্রের খবর, দেবরাজের সঙ্গে শ্রবাণীর পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমেই। শ্রবাণী মৃত্যুর আগে শেষবারের জন্য ফোন করেছিলেন দেবরাজকেই এমনই তদন্ত উঠে এসেছে পুলিশি তদন্তে। সেখানে তিনি তিনজনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন। তিনজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবন শেষ করে দেওয়ার কথাও জানান। এরপরেই জনপ্রিয় এই অভিনেত্রীর দেহ উদ্ধার হয়।
সূত্রের খবর, ৮ সেপ্টেম্বর মঙ্গলবার নিজের মধুরানগরের ফ্ল্যাটে রাত সাড়ে নটা নাগাদ শোওয়ার ঘরের দরজা বন্ধ করে দেন শ্রাবণী। অভিনেত্রী স্নান করতে গিয়েছেন ভেবে, পরিবারের কেউ তাঁকে ডাকাডাকি করেননি। এরপর কয়েক ঘণ্টা ধরে ঘর থেকে না বেরনোর পরই শ্রাবণীর ঘরের দরজা ভেঙে ঢোকেন বাড়ির লোক। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে শ্রাবণীকে নিয়ে স্থানীয় যশোদা হাসপাতালে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে ঘোষণা করেন মৃত বলে।
প্রসঙ্গত, শ্রবাণী শুধুমাত্র সিনেমাতেই অভিনয় করতেন, তা নয়। তিনি একাধিক তেলুগু মেগা সিরিয়ালেরও জনপ্রিয় মুখ ছিলেন। আট বছর ধরে সিরিয়ালে দর্শকদের মন জয় করেছেন দর্শকদের। ফলে তাঁর মৃত্যু মানতে পারছেন না কেউ। শ্রবাণীর অগণিত ফ্যান তাঁর মৃত্যুর যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
প্রতিবেদনে-তানভি