এক সময় একটা মজাদার দাবি উঠে ছিল! রেশনে কেনো সাধারণ মানুষ কে মদ দেওয়া হয়না। কিন্তু সেসব কথা তো পুরোনো। সরকার থেকে কি সরাসরি নাগরিক দের হাতে মদ তুলে দেওয়া যায়? তবে এবারে আর সরকারের বা মদের দোকানের আশায় বসে থাকতে হবেনা মদ প্রেমী দের। ঘরে বসে এক অর্ডারেই ডেলিভারি হতে পারে মদ। এমনি সুযোগের কথা জানা যাচ্ছে ফ্লিপকার্ট সূত্রে। এখনো পর্যন্ত খবর ভারতের দুই শহরে মদের ডেলিভারি দেবার জন্য ভারতের মাল্টি ন্যাশনাল বেভারেজ এলকোহল কোম্পানি DIAGEO এর সাথে হাত মিলিয়েছে ফ্লিপকার্ট।
কয়েকদিন আগে এরকম জল্পনা শুরু হয়েছিল যে বাংলার মাটিতে মদ এর হোম ডেলিভারি দেওয়া শুরু করবে আমাজন। কলকাতা থেকেই অনলাইন লিকার সার্ভিস চালু করার জন্য এগিয়েছিল তারা। এবারে আমাজন এর পিছন পিছন ওই পথেই হাঁটলো ফ্লিপকার্টও। মদ এর হোম ডেলিভারির কারবার কে গ্রিন সিগন্যাল দেখিয়েছে বাংলার আর ওড়িশার রাজ্য প্রশাসন আপাতত খবর পাওয়া অবধি।
এই পরিষেবা যাতে প্রযুক্তিগত হয় সেই সূত্রে Diageo এর HipBar বলে একটা apps এর সাথে কাজ করবে ফ্লিপকার্ট। কেউ যদি ফ্লিপকার্ট এ মদের অর্ডার দেন তাহলে সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেবে HipBar। যারা ফ্লিপকার্ট ব্যবহার করেন তারা আপনা থেকে HipBar নামের apps টাও ব্যবহার সহজেই করতে পারেন। একি ই-কমার্স সাইটেই মিলবে এই HipBar।
তবে এটাই প্রথম না। এর আগে Zomatto বা Swiggy ভারতের বেশ কিছু শহরে একি জিনিস শুরু করেছিল লকডাউনের সময়। করোনা পরিস্থিতি তে মানুষ যাতে ঘর থেকে না বেরিয়েই মদ পেতে পারে হাতের মুঠোই সেই জন্যই করা হয়েছিল এই ব্যবস্থা। এতে অর্ডার ও এসেছিলো প্রচুর। এবারে আর কোনো লকডাউন ইস্যু তে না পাকাপাকি ভাবেই যেকোনো সময়ে মদ এর হোম ডেলিভারি দেওয়া শুরু করবে ফ্লিপকার্ট।
মদ ডেলিভারি কোনো বিদেশি apps বা কোম্পানির মাধ্যমে হচ্ছেনা। ভারতীয় apps গুলোকেই এর জন্য স্বীকৃতি দিয়েছে রাজ্য ও কেন্দ্র। এবছরের জুন থেকেই রাজ্যে মদ ডেলিভারি দেওয়ার ছাড়পত্র পেয়েছে আমাজন। এবারে একি সাথে সেই অধিকার দেওয়া হলো ফ্লিপকার্ট কেও। তবে অন্যান্য ই কমার্স সাইট ও থাকছে প্রতিযোগীতা তে।