চিট ফান্ড মামলায় আবারও গ্রেফতারি। কয়েকদিন আগেই এলকেমিস্ট এর কর্ণধার কে ডি সিং কে পুলিশ হেফাজতে নিয়েছে ই ডি। এবারে রোজভ্যালির কর্ণধারের স্ত্রী গৌতম কুণ্ডুকে গ্রেফতার করলো সিবিআই। তার বিরুদ্ধে তথ্য গোপন করা, জেরায় প্রশ্ন এড়িয়ে যাওয়া, এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ এনেছে সিবিআই। সেই কারণেই শুভ্রা কুণ্ডুকে গ্রেফতারের পথে হেঁটেছে সিবিআই এমনটাই বলে জানা যাচ্ছে।
সমস্ত চিটফান্ড গুলোর মধ্যে সব থেকে বেশি টাকা প্রতারণার পরিমান রোজভ্যালির বিরুদ্ধেই। তা প্রায় ১৭০০০ কোটি টাকা। সেই রোজভ্যালির মূল কর্ণধার গৌতম কুন্ডুকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। এবারে গ্রেফতার হলেন শুভ্রা কুন্ডু। কোথায় গেলো রোজভ্যালির ১৭০০০ কোটি টাকা ! সিবিআই এর অভিযোগ সেই বিপুল পরিমান টাকা কোনো একজায়গায় পাচার করে দিয়েছেন শুভ্রা কুন্ডু। এবং সে বিষয়ে প্রশ্ন করলে এড়িয়েও গিয়েছেন বার বার। সেই কারণেই তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে সিবিআই।
আদৌ কি ফেরত আসবে ১৭০০০ কোটি টাকার ন্যূনতম অংশ? কোথায় পাচার হয়েছে সেই বিপুল টাকার অংক! সে নিয়ে এখনো ধোঁয়াশা।
প্রতিবেদনে-শশাঙ্ক