সিনেমা তারকাদের নানা সাহসী প্রফেশনে এমনকি নানান সাহসী চরিত্রেও দেখা যায়, কিন্তু বাহুবলীর “রাজমাতা শিবগামী” বাস্তব জীবনেও যথেষ্টই সাহসী চরিত্র হিসেবে দেখা দিলেন। রাজমাতা শিবগামী হিসেবেই তার বলিউডে পরিচিতি এখন। “বাহুবলী”র কাকিমা হলেও, ছবি তে মায়ের চেয়েও বেশি দায়িত্ব নিয়েছিলেন মাহিষ্মতির রাজমাতা শিবগামী তথা রাম্যা কৃষ্ণান।
সেই তিনিই এবার বিতর্কের ঝড় তুললেন পর্ণস্টারের ভুমিকায় অভিনয় করে। ” সুপার ডিল্যাক্স নামে একটা তামিল মুভিতে তিনি সম্প্রতি কাজ করেছেন। ছবির ট্রেলার দেখে সোশ্যাল মিডিয়া এখন আলোচনায় ভরপুর।এখানে অভিনেত্রী রাম্যা কৃষ্ণন একজন পর্ন তারকার ভূমিকায় অভিনয় করেছেন
‘সুপার ডিলাক্স’ নামে এই ছবির বিশেষ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন,”একটি দৃশ্যের জন্য আমাকে ৩৭টি শট দিতে হয়েছিলো। এরপর সেই দৃশ্য পরিচালকের মনমত হয়।”
এক সাক্ষাৎকারে রাম্যা বলেন, “আমার ক্যারিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র করছি এই ছবিতে। একজন পর্ন তারকার জীবনটা কেমন হয় সেটা কিছুটা জানার ও বোঝার সুযোগ হলো।”
খবরের সূত্রে জানা গেছে, ‘সুপার ডিলাক্স’ ছবিতে পর্ন তারকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কে। যে চরিত্র এর আগে কোনো তামিল অভিনেত্রীই করার সাহস পাননি। পরিচালক থিয়াগারাজানও রাম্যার উপর ভীষণ খুশি।
সব কিছু ঠিকঠাক থাকলে, চলতি মাসেই রিলিজ করবে ছবিটি। এই ছবি নিয়ে অনেকেই উৎসাহ প্রকাশ করেছেন। আপাতত এই ছবিটার ট্রেলার দারুন সাফল্য পেয়েছে। প্রায় এগারো মিলিয়ন্স ভিউ এর সাথে এটা ভালো ভাবে ট্রেন্ড করছে এখনো।
প্রতিবেদনে-জাহেদ আলী