পূর্বজন্ম ব্যাপারটা কেউ বিশ্বাস করে আবার কেউ করে না। এই নিয়ে মতভেদ মত পার্থক্য আছে। ইতিমধ্যে এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো ইসরাইল ও সিরিয়া বর্ডারের কাছে গোলান হাইটস অঞ্চলে। ছোট্ট 3 বছর বয়সী একটি শিশু তার আগের জীবনের খুনের কথা ও মৃতদেহের। অবস্থান সম্পইকে জানিয়েছে।আর পাঁচ জনের মতো সেও একটি সাধারণ শিশু। রোজকার জীবনযাত্রায় চলতে চলতে তার হঠাৎ একদিন মনে হল যে তার আগেও একবার জন্ম হয়েছে এবং সেই জন্মে তাকে একটি কুঠার দিয়ে খুন করা হয়েছিল, আর খুন করার পর মৃতদেহটি লুকিয়ে রাখা হয়েছিল।
এইভাবেই তার আগের জীবনের অস্তিত্ব হারিয়ে গিয়েছিলি। সে তার বাড়ির সবাইকে একথা জানায়। এমনকি তার মৃতদেহটি কোথায় আটকে রেখে দেওয়া হয়েছিল সেকথাও শিশু তার পরিবারকে জানায়। তার পরিবার প্রথমে তার কথা হলো মানতে চায় না।কিন্তু ছেলেটির চাপ ও আত্মবিশ্বাসের ক্ষরণের পরিবারটি একসময় এটা নিয়ে ভাবে এবং সেই গ্রামে যে যায় সেখানের। ছেলেটির ভাষ্যমতে তার আগের জীবনের মৃতদেহটি লুকানো আছে।
জায়গা অনুসন্ধান করে মাটি খুঁজে দেখা যায় একটি মৃতিদেহ মাটি চাপা দেওয়া আছে। আশ্চর্যের বিষয় শিশুটি খুনির নামটা তার পরিবারকে জানায়। আর তাকে যে কুঠারটা দিয়ে খুন করা হয়েছে সেটাও ওই মৃতদেহের সাথেই আছে। খোঁজ নিয়ে জানা যায় যে লোকটি প্রায় ৪ বছর ধরে নিরুদ্দেশ। আরো একটি আশ্চর্য বিষয় হলো মৃতদেহের মাথায় যেই স্থানে কুঠারের আঘাতে মৃত্যু হয়েছিল ঠিক সেই স্থানেই শিশুটির মাথায় একটি জন্মদাগ আছে। শিশুটি যে নাম বলেছে সেই অনুসারে পুলিশ খুনিকে খুঁজে বের করেছে এবং সমস্ত তথ্য প্রমাণ মিলিয়ে দেখেছে। খুনি পুলিসের কাছে সব অপরাধ স্বীকার করেছে।
প্রতিবেদনে- সংগীতা দত্ত রায়