বর্ধমান-গ্রামের মোড়ল নিদান দিয়েছে তাই বছর চুয়ান্নর বৃদ্ধাকে গণধর্ষণ। এমনই অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে।পূর্ব বর্ধমানের ভাতারে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সুত্রের খবর নির্যাতিতা ওই বৃদ্ধার মেয়ে নাকি বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলো। তাই গ্রামের মোড়লের নির্দেশে তাঁর মেয়েকে গ্রাম ছাড়া করা হয় এবং মেয়ে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে তাঁর মাকে নির্যাতন করল গ্রামেরই যুবকরা। চারজন যুবক মিলে ওই বৃদ্ধার উপর শারীরিক ও পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ ওঠে।
পুলিশের সূত্রে খবর, বৃদ্ধার মেয়ের বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে শাস্তি পেলো বৃদ্ধা নিজেই।
গ্রামের মোড়লরা বৃদ্ধা কে নির্দেশ দিয়েছিল তার মেয়ে যেন গ্রামে না ঢোকে। এরকম পরিস্থিতি তে তাঁর মেয়েকে অন্যত্র রেখে এসেছিল ওই বৃদ্ধা। কিন্তু দিনকয়েক আগে গ্রামে জানাজানি হয় বাড়িতে ফিরেছে তাঁর মেয়ে। অভিযোগ, গ্রামের মোড়লের নির্দেশে সোম মূর্মূ, মঙ্গল বেসরা সুনীল মান্ডি ও ডিঙ্গা মুর্মু নামে চার যুবক ওই বৃদ্ধার উপর অত্যাচার চালায়। শুধু তাই নয় বৃদ্ধার উপর গণধর্ষণ ও যৌন নির্যাতনও চালানো হয় । মঙ্গলবার মাঝরাতে বৃদ্ধার বাড়িতে ঢুকে ওই চারযুবক বৃদ্ধার উপর এই পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ।
জানাগেছে, সালিশি সভায় গ্রামের মোড়লদের নির্দেশ গ্রাম ছাড়া হয়েছিল তাঁর মেয়ে। কিন্তু কিছু দিন আগে তাঁর মেয়ে অসুস্থ হওয়ায় তাঁকে বাড়ি ফেরানোর জন্য গ্রামের মোড়লদের কাছে অনুমতি নেন ওই বৃদ্ধা। তারপরেও গ্রামের মোড়লদের নির্দেশে বৃদ্ধার উপর নিযার্তন চালানো হয়।
ভাতার থানায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর অভিযুক্তদের বর্ধমান আদালতে তোলা হয় এবং বিচারক তাদের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।এই ধরনের মর্মান্তিক ঘটনার কড়া সমালোচনা করেছেন বিশিষ্টজনেরা।
প্রতিবেদনে- জাহেদ আলী