ভিডিও কনফারেন্স চলাকালীন বান্ধবীর সঙ্গে যৌনাচারের ভিডিও হল ভাইরাল। এবং উঠে এলো কনফারেন্স চলাকালীন যৌনাচারের অভিযোগ।
এবার আর্জেন্টিনার সংসদের ভার্চুয়াল অধিবেশনে হয় এই কেলেংকারী কান্ড। অধিবেশন চলা কালীন নিজের বান্ধবীর উন্মুক্ত স্তনে চুম্বন করে বসেন ঐ সাংসদ । এই ঘটনার পরিপেক্ষিতে স্থগিত হয়ে যায় অধিবেশন। পরে সাসপেন্ড করা হয় সেই সাংসদকে ।সাংসদের নাম জুয়ান এমিলও আমেরি।
কভিড সংকটে সারা বিশ্ব যখন নাজেহাল, ভার্চুয়াল অধিবেশনকে একমাত্র পথ বেছে নিয়েছে আর্জেন্টিনা। মাল্টি স্কিনে কনফারেন্স করা হচ্ছে সংসদের। এই অনলাইন মাধ্যমে বাড়ি থেকেই তাতে অংশগ্রহণ করছেন বিভিন্ন এলাকার সাংসদরা। এদেরই একজন আর্জেন্টিনার উত্তর-পূর্ব এলাকার সালটা প্রদেশের সাংসদ জুয়ান এমিলও আমেরি । যখন ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছেন অন্য এক সাংসদ , জুয়ানের কলে এসে বসেন তাঁর বান্ধবি। বান্ধবীকে আদর করতে করতে তাঁর টি-শার্ট নামিয়ে স্তন উন্মুক্ত করে চুম্বন করতে শুরু করেন জুয়ান। তা লক্ষ্য করেই সঙ্গে সঙ্গে অধিবেশন স্থগিত করে দেন সংসদের অধ্যক্ষ সার্জিও মাসা (Sergio Massa)।তবে রেকর্ড হয়ে যায় সেই ভিডিও এবং নিমেষেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়ে।
ঘটনা প্রসঙ্গে মাসা জানান এর আগেও এরকম ঘটনা ঘটেছে। অধিবেশন চলা কালীন সংসদ ঘুমিয়ে পরেছেন,ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু এ ধরনের ঘটনা খুবই খারাপ । তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন জুয়ান। তিনি বলেন,তিনি ভাবছিলেন নেট চলছে না।আর তাঁর সঙ্গী সদ্য স্তনের সার্জারি করিয়েছিলেন। তাই ভালবেসে তিনি জানতে চাইছিলেন সব ঠিক আছে কিনা। উল্লেখ্য, এর আগেও প্রযুক্তির জন্য বিপাকে পড়েছিলেন ব্রাজিলের এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক। ল্যাপটপের ক্যামেরা অফ আছে ভেবে প্রশাসনিক বৈঠকের মাঝেই সেক্রেটারির সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তিনি।
প্রতিবেদনে- সোহেল সারওয়ার