লকডাউনের মধ্যেও কমেনি চুরি ছিনতাই এর উদ্যোগ। যার জেরে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সোমবার রাতে এক দুঃসাহসিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলো অসম থেকে বহরমপুরের দিকে আসা একটা বাসে।সেদিন রাত আটটা নাগাদ বাসটি ধূপগুড়ির কাছে এলে দুষ্কৃতি রা সাধারণ যাত্রী সেজে বাসে ওঠে। এরপর বাসটি ময়নাগুড়ির জলঢাকা ব্রিজের কাছে আসতেই নিজেদের রূপ ধারণ করে ডাকাতদল। প্রত্যক্ষদর্শীদের কথায়,ওই ডাকাতরা চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে তার নিজের আসন থেকে সরিয়ে দেয় এবং পরে তারা নিজেরাই বাসটিকে চালিয়ে নিয়ে যায় একটা ফাঁকা জায়গায়। সেখানে মারধর করে, ভয় দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুঠ করে পালিয়ে যায় তারা। ঘটনার পরে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে বাস চালক ও যাত্রীদের পক্ষ থেকে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আপাতত এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পরবর্তী খবর এখনো পাওয়া যায়নি।
প্রতিবেদনে-জাহেদ আলী