ভারত-চীন যুদ্ধের মহড়ায় এবার নাম সামনে আসলো ভারতের এক বিভীষণ সাংবাদিকের। গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মতো সাংঘাতিক অভিযোগ তার বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য চিনের গোয়েন্দাদের পাচার করছিলেন সাংবাদিক রাজীব শর্মা। ভারতের গোপন তথ্য চিনকে সরবরাহ করার অপরাধে গ্রেফতার করা হল সাংবাদিককে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় এক চিনা মহিলা কুইং শি ও তার সহকারি শের সিংহ ওরফে রাজ বোহরাকে।
ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করতেন সাংবাদিক রাজীব শর্মা। ইতিমধ্যেই দিল্লি পুলিশের বিশেষ শাখা জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাকে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে রাজীবের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার অফিসারদের যোগসুত্র রয়েছে। বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ভারতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বহু তথ্য তিনি এক চিনা মহিলাকে জানাচ্ছিলেন।
সোমবার গ্রেপ্তার করা হয় এই সাংবাদিককে। মঙ্গলবার মামলা আদালতে উঠলে ছয় দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। সাংবাদিক রাজীব শর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে সাংবাদিকের মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ভারতীয় সেনার বহু তথ্যই গোয়েন্দাদের জানিয়েছেন রাজীব। এই কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে।
ধৃত সাংবাদিক রাজীব শর্মা জেরায় স্বীকার করেছেন, বিশ্বের নানা দেশে চিনা গোয়েন্দাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন এবং সম্প্রতি তিনি কিছু গোপন তথ্য তুলে দিয়েছিলেন চিনা গোয়েন্দাদের হাতে। এর জন্য তাকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করা হয়। অতীতেও তিনি বহু গোপনীয় তথ্য চিনের হাতে তুলে দিয়েছিলেন। এই ঘটনার পরে পরিষ্কার যে চলতি সাংবাদিকদের দুমুখো সত্তা কতটা ভয়ানক হতে পারে।
প্রতিবেদনে: তিথি দাস