বেলপাহাড়িতে আবারো মাওবাদী আশঙ্কার ছায়া! পর্যটকদের একটা দলের মোবাইল ছিনতাই করলো মাওবাদীরা। জানা যাচ্ছে বৃহস্পতিবার খড়্গপুর থেকে পাঁচ জন পর্যটকের একটা দল বেলপাহাড়ি বেড়াতে যায়।
সেখানে তারা ঢাঙ্গি কুসুম এর চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎই সাত জন মাওবাদীদের একটা দলের সামনে পড়ে যায় তারা। তাদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিলো । পর্যটকদের থেকে জানা যাচ্ছে যে ওই সাত জনের দলে চার জন পুরুষ এবং তিন জন মহিলা ছিল। তাদের প্রত্যেকেরই হাতে বন্দুক ছিলো। তারা সাথে কথা বলে এবং তাদের মোবাইল কেড়ে নেয়। পর্যটকেরা আতঙ্কিত হয়ে পালিয়ে যায় সেখান থেকে।
তারা তৎক্ষণাৎ খড়্গপুর ফিরে গিয়ে খড়্গপুর থানায় জিডি করেন।
এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার জানিয়ে ছেন কিছুদিন ধরেই বেল পাহাড়ি তে মাওবাদী কার্যকলাপ বেড়ে চলেছে। প্রশাসন নানান স্টেপ নিচ্ছে মাওবাদী দমনে।
প্রতিবেদনে-শশাঙ্ক