আবারো রাজনৈতিক প্রতিহিংসা প্রাণ নিলো এক নিষ্পাপ যুবকের! পশ্চিম মেদিনীপুরের সবংয়ে বোমা ফেটে মৃত্যু হলো দীপক মন্ডল নামের এক বিজেপি কর্মীর। ওই কর্মীর বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বাকচা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ওইদিন সবংয়ে একটি ফুটবল প্রতিযোগিতার কথা জানতে পারে দীপক। তাই সে তার বন্ধুদের সাথে ওই প্রতিযোগিতা দেখতে যায় সবংয়ে। জানা যাচ্ছে, প্রতিযোগিতা দেখে ফেরবার সময়ই বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপকের। বোমার আতঙ্কে দীপকের বন্ধুরা তাকে সেখানেই ফেলে পালায়। পরে রাত্রে পুলিশ এসে তার দেহ উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরই শুরু হয় রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূলের কিছু আশ্রিত দুষ্কৃতী পরিকল্পনা করেই এ ঘৃণ্য কাজ করেছে। আবার তৃণমূলের তরফে বলা হয়, দীপকের কাছেই বোম ছিলো। দুর্ঘটনাবশত তা ফেটে যায় এবং দীপকের মৃত্যু হয়। এখন পুলিশের তদন্তের পরেই আসল ঘটনা সকলের সামনে আসতে পারে। এই ঘটনার পরে প্রশ্ন ওঠে আদৌ সঠিক দিকেই যাচ্ছে বাংলার রাজনীতি! নাকি এই প্রতিহিংসা এই খুন খারাবিই আসলে রাজনীতির ভিত্তি হয়ে উঠছে।
প্রতিবেদনে-অনির্বান