পথে ঘাটে চলতে অনেক ভিক্ষুক দেখা যায়। কিছু জনের ডাকে মানুষ সাড়া দেয়, পয়সা দেয়।কতই বা হতে পারে তাদের সম্বল! তাদের ব্যক্তিগত অর্থের পরিমানকি ছাড়িয়ে যেতে পারে বিরাট ধনী ব্যক্তিকেও! এমন টাই দেখা গেলো এবার।
এক ভিক্ষুকের থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাও সম্ভব! দিনে কতটুকুই বা রোজগার। দৈনন্দিন খাওয়া জোটে না ঠিক মতো সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবে।
কিন্তু এমন ঘটনা বিরল কেউ ভাবতেও পারবে না।
লেবাননের এক ভিক্ষুক টানা দশ বছর এক হাসপাতালের সামনে বসে ভিক্ষা করে,তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা ছিল যে তিনি যখন টাকা ওঠাতে গেছিলেন তখন ওই পরিমাণ টাকা গোটা ব্যাঙ্কেই ছিল না। সাধারণ মানুষ তাকে ভিক্ষুক বলেই চেনেন। সেই ভিক্ষুক এর অ্যাকাউন্টে যে এত টাকা থাকতে পারে সেটা কারোর চিন্তার বাইরে।
তিনি ব্যাঙ্কের টাকা অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে গেছিলেন এবং সেখানে চেক এ যে পরিমাণ টাকা লেখা ছিলো তা দেখে ব্যাঙ্কের কর্মীদের চক্ষু স্থীর হওয়ার যোগান এবং ব্যাঙ্কের কর্মীরা তা পূরনও করতে পারেনি।
তার ব্যাঙ্কে মোট টাকার পরিমাণ ছিল ৬ কোটি ৩৭ লক্ষ টাকা।
প্রতিবেদনে-অদিতা