ভারতে নানা রকম এক্সপেরিমেন্টাল ধর্ষণের খবর শোনা গেছে আগেই। পুরুষের নৃশংসতা সীমা ছাড়িয়েছে। এবারে মা আর সন্তানের যে স্বাভাবিক সম্পর্ক সেখানেও ধর্ষণের ছাপ পড়লো। ঘটনা ভারতেরই তড়কে সিড়কো এলাকার।
মা কে লাগাতার ধর্ষণের শিকার হতে হলো নিজেরই কুড়ি বছরের ছেলের হাতেই।
প্রায় এক মাস ধরে লাগাতার ধর্ষণের শিকার হতে হয়েছে নিজেরই ছেলের কাছে তাকে।
ওই মহিলা কাজ করেন একটা লোকাল হাসপাতালে।
স্বামী মারা গেছেন বছর সাতেক আগে। স্বামীর মৃত্যুর পর থেকেই নাকি তাকে যৌন নিগ্রহ করে আসছে তার ছেলে।
রোজি তার সাথে বল পূর্বক চলতো সঙ্গম।
রোজকার যৌন নিগ্রহ সহ্য করতে পারছিলেন না মহিলা।
মুখ খোলাবার চেষ্টা করলে তাকে খুনের হুমকি ও দেয় ছেলে নিজের কুকীর্তি ঢাকতে। এক মাস পরেও যখন প্রতিদিনের সঙ্গম বন্ধ হলোনা তখন বাধ্য হয়ে তড়কে সিড়কো থানায় অভিযোগ করেন তিনি।
অসহায় মা য়ের তখন মাথা হেঁট হয়েছে গেছে লজ্জায়।
চোখে অশ্রু থামাতে পারছেন না তিনি। ডাক্তারের রিপোর্টে দেখা যায় তিনি গর্ভবতী।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তার ছেলে কে।
নিজের ছেলের হাতেই যখন ধর্ষিত হচ্ছেন মা তখন অন্য নারীরা আর বাঁচবেন কিভাবে!
প্রতিবেদনে-শশাঙ্ক