পুরোনো কলকাতা, কুমার টুলি যেন কলকাতার মা! প্রতিবছর এখান থেকেই উৎসবের সূচনা হয়। কিন্তু কুমোরটুলির চেনা ছবি এবার অন্যবারের থেকে আলাদা, এই সময়ে যখন অন্যবার শিল্পীদের নিঃশ্বাস ফেলার সময় থাকে না , সেখানে ধীর গতিতে চলছে সবকিছু! কে বলবে একমাস পর ঠিক আজকের দিনে মহাসপ্তমী।
করোনা পরিস্থিতি শুধুতে প্রতিমার সংখ্যা কম নয় , অনেক কম শিল্পী এসেছেন এবার কুমারটুলিতে। আরও একটা কারণ হচ্ছে, এই মহামারী কালে কুমোরটুলিতে বড়ই অভাব পরিচ্ছন্ন শৌচাগারের। এই অভাব অবশ্য আজকের নয়, বরাবরের। এবার সমাধানের পদক্ষেপ করল সংবাদ প্রতিদিন ও শ্রাচী। তাদের উদ্যোগে কুমুরটুলিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ছ’টি বায়োটয়লেটের এবং সংস্কার করা হলো দশটি পুরোনো শৌচাগারের। এই প্রকল্পের নাম ‘নির্মল-Be শুদ্ধ’। শৌচাগারের সঙ্গে স্থাপন করা হয়েছে দু’টি স্যানিটাইজিং টানেল ও একটি স্বয়ংক্রিয় হাত ধোয়ার মেশিনও।
‘সংবাদ প্রতিদিন’-এর প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস ও শ্রাচী গ্রুপের চেয়ারম্যান রবি টোডি উপস্থিত ছিলেন এই বিশেষ কর্মসূচীতে। আরও বেশ কয়েক জন পুজোকর্তারাও হাজির ছিলেন অনুষ্ঠানে। কুমোরটুলিকে নির্মল ও বিশুদ্ধ করে তোলার সূচনা করলেন তাঁরা। এই প্রকল্পে খুশি কুমার টুলির মানুষ! উৎসবের আমেজ পুরোপুরি ভাবে এবছর নিতে না পারলেও নিজেদের এলাকাকে বিশুদ্ধ করার এই প্রয়াস দেখে খুশি হয়েছেন অনেকেই।
প্রতিবেদনে- তানভি সুলতানা