লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ, এবারে আসলো নতুন কাজ পাওয়ার সুযোগও!মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই করোনা মহামারীর পরিস্থিতিতেও আগামী 3 বছর ২৬৪০০ পুলিশকর্মী নেওয়া হবে বলে ঠিক করছেন। আশা করা হচ্ছে এই নিয়োগের পরে রাজ্যের পুলিশি ব্যবস্থার উন্নতি হবে।
ছাব্বিশ হাজারেরও বেশী পুলিশ কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গতেই। এটাই সরকারের ভাবনা। এর মধ্যে চব্বিশ হাজার কনস্টেবল এবং চব্বিশ শো সাব ইন্সপেক্টর নেওয়া হবে। গত ৯ বছরে রাজ্যে সব মিলিয়র দু লাখের মতো পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকার আরো একটি সিদ্ধান্ত নিয়েছে যে পুলিশ নিয়োগের পাশাপাশি পুলিশের রেশনেরও উন্নতি করা হবে।
পুলিশে এই বিপুল নিয়োগ অবশ্যই রাজ্যের সুরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে । এতো লোকবল যুক্ত হলে এই রাজ্যে পুলিশি ব্যবস্থার উন্নতি হবে নিঃসন্দেহে।
বেকার দের জন্য চাকরির এমন সুযোগ তাও লকডাউনের মধ্যেই! তাই হাত ছাড়া করতে চাইছেন না অনেকেই । দেখাযাক কত দ্রুত সম্ভবত হয় এই নিয়োগ !
প্রতিবেদনে-সংগীতা দত্ত রায়