যোগী আদিত্য নাথের শাসনে অনেকেই মনে করছেন উত্তরপ্রদেশ “ধর্ষণ প্রদেশ” হয়ে উঠেছে।
বরাবরের মতো আলোড়ন সৃষ্টি করা ধর্ষণের ঘটনার কথা তো রয়েছেই, এবার পুরোনো এক ধর্ষণের ঘটনার শুনানি হল।
বছর একশোর এক বৃদ্ধাকে ধর্ষণের জন্য শাস্তি পেতে হলো ৩১ বছরের এক যুবককে । উত্তরপ্রদেশের মিরাট আদালত থেকে বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হলো তার ঘটনার তিন বছর পরে। সঙ্গে তাকে দেওয়া হয়েছে ২৫০০০ টাকা জরিমানাও।
২০১৭তে ওই যুবক এই লজ্জাজনক ঘটনাটা ঘটিয়ে ছিলো। ভিক্টিম ওই বৃদ্ধার নাতির এফ আই আর এর ওপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছিল তাকে। তখন তার বয়স ছিলো ৩১।
পুলিশের কাছে সে ধর্ষণের কথা স্বীকার করেছিল। ঘটনার পরে ক্রিটিকাল কন্ডিশনে ওই বৃদ্ধাকে হস্পিটালাইজড করা হলে তার মৃত্যু হয়েছিল। এরপর থেকেই মামলাটা বিচারাধীন ছিলো। এতো প্রমান থাকা সত্ত্বেও ঘটনার তিন বছর অতিক্রম হবার পর শাস্তি পেলো যুবক।
প্রতিবেদনে-শশাঙ্ক